আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তার অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ১শত টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
বুধবার(৬ অক্টোবর) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার একটি দোকান থেকে জাল গুলো জব্দ করা হয়। পরে উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা জেসমিন আক্তার জানান,মেঘনা নদীর তীরে অবস্থিত আনন্দ বাজার এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে জাল গুলো জব্দ করা হয়। এসময় দোকানদার অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানে তালা দিয়ে পালিয়ে যায়।
পরে দোকানের তালা ভেঙ্গে নিষিদ্ধ এই চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ জাল গুলো মৎস সম্পদের জন্য খুবই ক্ষতিকর। পরে সকলের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন