সোনারগাঁওয়ে মানহানি মামলায় সাংবাদিক আল আমিনের তিন মাসের কারাদন্ড - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সোনারগাঁওয়ে মানহানি মামলায় সাংবাদিক আল আমিনের তিন মাসের কারাদন্ড



সোনারগাঁও প্রতিনিধিঃ-মানহানির অভিযোগে এক মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আল আমিনকে তিন মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 

সোমবার নারায়ণগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রায় দেন। এসময় আসামি আল আমিন অনুপস্থিত ছিলেন।


মামলার বাদী সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার হীনমানসে আসামী আল আমিন তার ও তার পরিবারের সদস্য এবং স্বজনদের জড়িয়ে ‘‘৮০ লাখ টাকা নিয়ে উধাও’’ শিরোনামে দৈনিক বাংলাদেশ পত্রিকায় ২০১৭ সালের ১৭ জানুয়ারি একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন। পরবর্তীতে বিষয়টি তার দৃষ্টিগোচর হয়। পরে তিনি ২০১৭ সালের ২৯ মার্চ আদালতে মানহানির মামলা দায়ের করেন।


শেষ পর্যন্ত মামলায় তিনি বিজ্ঞ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমার ভাগিনাও একজন সংবাদ কর্মী। তারা বাবা-মার নামও ওই মিথ্যা সংবাদে জড়ানো হয়েছে। আদালতের ন্যায় বিচার পেয়ে সাংবাদিক ভাগিনাও সন্তোষ প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭