আজকের সংবাদ ডেক্সঃ- সাম্প্রতিক সময়ে চাঁদাবাজ বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব-১১,র তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে আজিজুল হক (৩১) কে নামে এক চাঁদাবাজ গ্রেফতার করেছে।
গত সোমবার (৪ অক্টোবর) বিকেলে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১,০৭,১০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১,র প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় অবৈধ টোকেন প্রদান করে অটোরিক্সা, টেম্পু, সিএনজি চালকদের নিকট হতে দৈনিক ৫০০/- টাকা আদায় ও এলাকা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে এলাকায় পরিবহন চালকদের নিকট থেকে অর্থ আদায় করে আসছিল।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন