মোঃ মোয়াশেল ভূইয়াঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৭ নম্বর সেক্টরের পাচভাগের টেক এলাকা থেকে শুক্রবার সকালে হৃদয় মিয়া (২১) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হৃদয় উপজেলার ভোলাব ইউনিয়নের টাওরা এলাকার টুকু মিয়ার ছেলে। সে ব্যাটারী চালিত অটোরিক্সার চালক ।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, শুক্রবার সকালে পূর্বাচলের ৭ নম্বর সেক্টরের পাচভাগের টেক নামক এলাকায় গলা কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে। পরে নিহতের ছবি ফেসবুকে প্রকাশ করলে দুপুরে নিহতের পরিবার ছবি দেখে সনাক্ত করে লাশটি নিখোজ অটোচালক হৃদয়ের। বৃহস্পতিবার রাতের যেকোন সময় তাকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে ।
নিহতের পিতা টুকু মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হৃদয় অটো নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর থেকে সে নিখোজ ছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ফেসবুকের মাধ্যমে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন