আজকের সংবাদ ডেস্কঃ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আগুনে পুড়ে ঘরবাড়ী ছাই হয়ে যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শনিবার(২রা সেপ্টেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার এর প্রধান আতাউর রহমান সুমনের হাতে এ অর্থ তুলে দেন তিনি।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে হঠাৎ আতাউর রহমানের ছেলে সুমনের বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ান মাসুদুর রহমান মাসুম ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তার মধ্যো দিয়ে নতুন বসত ঘর তৈরী করার অনুপ্রেরণা যোগান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন