আজকের সসংবাদ ডেক্সঃ-বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পানাম সিটিতে প্রাথমিকভাবে শুটিং শুরু হয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘরে) শুটিং করার কথা থাকলেও সোনারগাঁয়ের প্রাচীন নির্দেশনা গুলো দেশের মানুষের কাছে ফুটিয়ে তুলতেই পানাম নগরে প্রাথমিকভাবে শুটিংয়ের কাজ শুরু করেছে
ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত।
মঙ্গলবার(১২ ই অক্টোবর)সকালে সোনারগাঁয়ের পানামসিটিতে ইত্যাদির শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন পানামসিটির দায়িত্বরত কর্মকর্তা দিদারুল আলম।
উল্লেখ্য এর আগে ইত্যাদি অনুষ্ঠান জাদুঘরে অনুষ্ঠিত হওয়া উপলক্ষে ম্যাগাজিনের উপস্থাপক হানিফ সংকেত ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরিদর্শন করে ইত্যাদির শুটিংয়ের জায়গা নির্বাচন করেন।