আজকের সংবাদ ডেক্সঃ- র্যাব-১১র পৃথক অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার(২৬ অক্টোবর)সকালে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকা ও সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থেকে গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ জাহাঙ্গীর(৪৪)কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকার মৃত আরজ মিয়ার ছেলে ও অপর আসামী মোঃ সুমন একই এলাকার মৃত আঃ খালেকের ছেলে।এসময় তাদের কাছ থেকে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
অপর দিকে সিদ্ধিরগঞ্জ থেকে লিমন আহম্মেদ রাব্বি(২১) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মুকসুদপুর এলাকার রবিউল ইসলাম লাবুর ছেলে ও তার অপর সহযোগী মোঃ রাশেদুল ইসলাম(২৮) নওগাঁ জেলার সাপাহার থানাট প্রফেসরপাড়া এলাকার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে।তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন