আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ২য় বারের মত দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছেন যুবলীগের নেতৃবৃন্দ।
সোমবার(২৫ অক্টোবর)বিকেলে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে পিরোজপুরের প্রতাপনগর ও কাদিরগঞ্জ গ্রামে এ আনন্দ মিছিল বের করা হয়।
এসময় মিছিলে মিন্টু,শামিম রেজা,আলমগীর, স্বপন,যুবলীগ নেতা মাহবুব,মামুনউর রশিদ, সারোয়ার সিদ্দিক,গনি,মনির ও সজলসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ২য় বারের মত দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান যুবলীগ নেতৃবৃন্দরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন