সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে স্বেচ্চাসেবক দল সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাদ আসর সোনারগাঁ উপজেলার জামপুর আমবাগ জামে মসজিদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ আঃ জলিল ও স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মোরশেদের নেতৃত্ব দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজত করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতাকর্মী এশিয়ান হাইওয়েতে বিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
মিলাদ মাহফিল ও বিক্ষোভে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন সালু, জাকির হোসেন, দেওয়ান সাব্বির, সুজন মিয়া, তবারক ভূঁইয়া, লিটন মিয়া, মহসিন, রিমন মোল্লা, আতিক হাসান, মাসুদ ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্লা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরো অনেক নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন