সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আঃলীগের নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন ও তার সমর্থকরা জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তান্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা এ হামলা চালায়।
এলাকাবাসী ও লাঙ্গল প্রতীক সমর্থকরা জানান, নৌকার প্রার্থী নাসিরুদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আমাদের ক্যাম ও মাইক ভাঙচুর করেন। জাতীয় পার্টির সমর্থকরা অভিযোগ করছে এলাকার লোকজনের সমর্থন অর্জন করতে না পারায় এ ঘটনায় ঘটেয়েছে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে স্থানীয়রা জানান,যুবলীগ কর্মী জামাল হোসেনের হত্যা মামলার আসামি নাসির উদ্দিন নৌকা প্রতীকে মনোনীত হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে,সেই সাথে বর্তমানে ভাঙচুর চালিয়ে নতুন করে নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করছে। লাঙ্গলের পক্ষের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে বল তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন