সোনারগাঁ প্রতিনিধিঃআগামীকাল তৃতীয় ধাপে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওেয় ৮টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দখলে নেয়ার প্রমাণ পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কমিশনার মোঃ ইউসুফুর রহমান স্বাক্ষরিত নির্বাচন পর্যবেক্ষক কার্ড পেয়েছেন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, আল মদিনা শপিং মলের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, স্থানীয় নেতা নজরুল।
সাংবাদিকতার নামে নির্বাচন পর্যবেক্ষক কার্ডধারী কারো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া নামে বেনামে সোনারগাঁ উপজেলার নির্বাচন অফিস থেকে বন্দর, রুপগঞ্জ গজারিয়া ও আড়াইহাজারের সাংবাদিকদেরকে ও পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে দেখা গেছে।
স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ সাংবাদিকদের নামে অপ-সাংবাদিকদের হাতে এসব কার্ড ছড়িয়ে পরায় সুষ্ঠ নির্বাচন পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশংকা করছেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে সোনারগাঁওয়ের ৮টি ইউনিয়নে ১১৬টি ভোট কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড নিয়েছেন প্রায় ৫ শতাধিক সাংবাদিক।
এই বিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার ইউসুফুর রহমানকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন