সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়নগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের বিশেষ অভিযানে মহিলাসহ দুই মাদক কারবারিকে আটক।এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি অভিযানিক দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলোঃ-মোঃ সায়েম (৩০) এবং স্মৃতি আক্তার মিষ্টি (১৯)। এ সময় ১০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন