সোনারগাঁ প্রতিনিধিঃ-আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
এ নির্বাচনে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে এবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন হাজ্বী আব্দুর রব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে আলমগীর বলেন, বৈদ্যেবাজার বাসীর সেবা, উন্নয়ন ও ভালবাসায় জন্য নির্বাচন করার সিদ্বান্ত নিয়েছি। তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকে বৈদ্যেরবাজার বাসীর সেবা করে আসছি। সেজন্য তারা আমাকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মধ্যে আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেছেন। নির্বাচনে জয়লাভ করার পর আমি ৫টি বছর জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। ৫ বছরে আমি বৈদ্যেবাজার ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ কালভাট সহ ব্যাপক উন্নয়ন করেছি। নিজের স্বার্থের জন্য কখনো কারো মনে আঘাত করেনি, করেনি কোন অনিয়ম। শুধু আমি নই আমার কোন নেতাকর্মী ও আত্মীয়-স্বজন কোন অনিয়মের সাথে জড়িত ছিলো না। সে জন্য আমি নিজেকে একজন সফল চেয়ারম্যান দাবি করে বৈদ্যেবাজার বাসীর পাশে থাকতে চাই। সেজন্য আমি আসন্ন বৈদ্যেবাজার ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো, আশা করি আমার প্রিয় বৈদ্যেবাজার বাসী আমাকে পুনরায় নির্বাচিত করে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন