প্রধানমন্ত্রী ও তার দলের বদনাম করার সাহস পান কোথায়? --ডালিয়া লিয়াকত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী ও তার দলের বদনাম করার সাহস পান কোথায়? --ডালিয়া লিয়াকত



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- আসন্ন ইউপি নির্বাচনে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমকে পূর্ণ সমর্থন দিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


গজারিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় গজারিয়াপাড়া মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 


চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের সভাপতিত্বে ও জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক আলগীর মিয়া আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ও এমপি খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত।

 

উঠান বৈঠক অনুষ্ঠানে এমপি খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকতকে এক নজর দেখতে স্থানীয় শত শত নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিনটি জনসভায় রূপ নেয়। 

এসময় উপস্থিত সকল নারী-পুরুষ তরুণ সমাজ চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম'কে পূর্ণ সমর্থন দেন।


উঠান বৈঠক অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমকে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন,,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু,জাতীয় পার্টি নেতা মোঃ বিল্লাল হোসেন,মকবুল হোসেন,আব্দুল সালাম ভূইয়া,মতিন সরকার, নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়াল।

এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহানারা বেগম, কাউন্সিলর জাহেদা আক্তার মনিসহ স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭