সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পুরো এলাকায় উৎসব মুখোর পরিবেশ করলেও পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝাউচর এলাকায় দুই প্রভাবশালী প্রার্থীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রতক্ষ্যদর্শী স্থানীয় লোকজন জানান, বুধবার (২৪ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় বর্তমান মেম্বার সেলিম রেজার সমর্থনে নির্বাচনী তালা প্রতীকে মিছিল নিয়ে গেলে আরেক প্রতিদ্বন্দ্বী বিএনপির সোনারগাঁ উপজেলা শাখার যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফের আপেল সমর্থকরা উস্কানিমূলক মন্তব্য করে তালা সমর্থক আলী আকবর মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান শামছুকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। যার ফলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়।
হুমকি পেয়ে আতংকিত বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান শামসু জানান, পরবর্তীতে ঝাউচরে থাকা সেলিম রেজার তালা মার্কার নির্বাচনী ক্যাম্পে আপেল মার্কা নিয়ে নির্বাচন করা আশরাফুল ইসলাম আশরাফের ভাই হাশেম, একাধিক মামলার আসামী শাহাবুদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ ২ শত সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় ভাংচুরে বাধাঁ দিতে গিয়ে ৪-৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে স্থানীয় এলাকাবাসী ঝাউচর থেকে আশরাফ, শাহাবুদ্দিনের আতংকে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোনারগাঁ থানা পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন৷ হামলার শিকার মেম্বার পদপ্রার্থী সেলিম রেজার পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন