আজকের সংবাদ ডেক্সঃ - নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী, সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত বলেছেন, ধর্মে নাই কারো গিবত গাওয়ার।তবে বলা আছে কেউ বিপদ কারীকে সঠিক পথে নিয়ে আসার।যারা প্রধানমন্ত্রীর নৌকার বদনাম করে তাদের ধিক্কার জানাই।যাদের মনে ভালবাসা নাই তারাই হুমকি দেয়।একেকজনকে হাসেম ভাই হতে হবে।সাংসদ লিয়াকত হোসেন খোকার মতো মানুষ হয়না।সাদিপুরে ২ টি বড় ব্রীজ সহ পুরো সোনারগায়ে উন্নয়ন করেছে।যাদের ভোটে নির্বাচিত হয়েছে খোকা তাদের ছেড়ে যাবেনা।আপনাদের ভালবাসা আমাদের পুজি।হাসেম ভাইয়ের জয় হবে ইনশাআল্লাহ।আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম হাসেম ভাইকে ২৮ তারিখ লাঙ্গল মার্কায় নির্বাচিত করবেন।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আপনাদের প্রিয় মানুষ সোনারগাঁয়ের উন্নয়নের রুপকার, মাটি ও মানুষের নেতা লিয়াকত হোসেন খোকা আপনাদের আরেক প্রিয় মানুষ আবুল হাসেমকে লাঙ্গল প্রতীক দেয়া হয়েছে।সাদিপুর ইউনিয়ন বাসীর স্বার্থে লাঙ্গল প্রতীকের প্রার্থী কে বিজয়ী করুন।সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গতকাল সোমবার বিকালে কাজিপাড়া বাজারে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, জাতীয় পার্টি নেতা মোঃ বিল্লাল হোসেন, মকবুল হোসেন,আব্দুল সালাম ভূইয়া,মতিন সরকার, নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়াল প্রমুখ।
সানাউল্লাহ সানু বলেন,আমরা জোট না করলে তারা ক্ষমতায় আসতে পারবোনা।আমরা ৭ টি চেয়ারম্যান পদের মধ্যে ৪ টি তাদের দিতে চেয়েছি।আমরা ৩ টি নিতে চেয়েছি।তারা মানেনি।বেশী বাড়াবাড়ি করবেন না।ভাইসা যাবেন।জনগন ভুল করলে মহাবিপদ হবে।রেজাল্ট নিয়া বের করবেন।ভোট কেন্দ্র পাহারা দিবেন।কালাম এদিক পা দিন ও দিক পা দেন।নিজেই পাশ করতে পারেনা তিনি আবার সাদিপুরে আসেন পাশ করাতে।কালাম বানিজ্য করতে আসেন।প্রার্থীদের কাছ থেকে টাকা নেন।সৎ ও ন্যায় মানুষ পাশে থাকলে গুন্ডারা কিছু করতে পারবেনা।
চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম বলেন,আপনাদের ভালবাসা অর্জনের জন্য রাজনীতি করেছি।আমার কর্মীদের বিরুদ্ধে লিস্ট করে মামলা দিবে,হয়রানি করে।আমরা সিল মেরে নয় আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই।আমার উপর হামলা হয়েছে।মামলা ও হামলা দিয়ে আমাকে দমিয়ে রাখতে পারবেনা। রশিদ মানুষকে ধমক দেয়।বানরের মতো ভেংচি দেয়।আমার সম্পত্তি নয় আপনাদের ভালবাসা দরকার।সাদিপুর কিভাবে থাকবে আপনারা সিদ্ধান্ত নিবেন।কোন ছাড় নাই যেখানে পোষ্টার ছিড়বে সেখানেই প্রতিবাদ করবেন।আমাদের গনজোয়ার দেখে তারা পাগল হয়ে গেছে।আমার কর্মীরা কেউ ক্ষতিগ্রস্ত হলে সেই পরিবারকে দেখার দায়িত্ব আমার।আপনারা আমাকে নির্বাচিত করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন