আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী মোঃ বাবুলকে পরাজিত করে ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ আমিন হোসেন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন মোট ১১৬৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯২ ভোট।
রোববার(২৮শে নভেম্বর) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বেসরকারী ভাবে ফুটবল প্রতিককে বিজয়ী ঘোষণা করা হয়।
মোঃ আমিন হোসেন মেম্বার নির্বাচিত হয়ে তিনি তার প্রতিক্রিয়ায় জানান,কারো প্রতি হিংসা-বিদ্বেষ না রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো। এসময় তার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা,পরামর্শ ও দোয়া চান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন