সোনারগাঁ প্রতিনিধিঃ-চেয়ারম্যানের ব্যালেটে খালেদা জিয়ার মুক্তি চাই লিখে নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিল দিয়েছেন একজন ভোটার। এটি ফেসবুকে দিয়ে প্রচার করেছেন ।
রোববার উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদরাসা কেন্দ্রে ‘খালেদা জিলার মুক্তি চাই’ সিল মারা ব্যালট পাওয়া যায়।
জানা গেছে,উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে রোববার সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট চলে। বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে একটি ব্যালটে ‘খালেদা জিলার মুক্তি চাই, সোনারগাঁও থানা ছাত্রদল’ সিল মারা ব্যালট পাওয়া যায়। এ ব্যালটটি ফেসবুকে প্রচার হয়। সাদিপুর ইউনিয়নের নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদরাসা কেন্দ্রে এ ব্যালটটি পাওয়া যায়। ব্যালটে লাঙ্গল ও নৌকা প্রতিকের মাঝে কোনা করে খালেদা জিলার মুক্তি চাই, সোনারগাঁও থানা ছাত্রদল লিখে সিল মারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন