পাভেলঃ--নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে র্যাব-১১র পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।এসময় তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ওয়াইতপুর এলাকার হুমায়ুন কবির এর ছেলে রবিউল হাসান(২৬) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানার দুর্জয়নগর এলাকার সেলিম মিয়ার ছেলে মোঃ ইয়াছিন মিয়া (১৮)। এসময় তাদের কাছ থেকে ১৭.৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় অপর আরেকটি অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন বিক্রমপুর এলাকার মৃত নুর আলমের মেয়ে হোসনে আরা (৩৫) ও একই এলাকার সালাউদ্দিনের মেয়ে মোছাঃ ছাহিমা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন