আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে হযরত শাহজালাল (রা:) মাজার জিয়ারত করেছেন জাতীয়পাটির সোনারগাঁ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে প্রচারনার আগে রোববার(১৪ ই নভেম্বর)বাদ বাদ যোহর হযরত শাহজালাল (রা:) মাজার জিয়ারত করেন জাতীয়পাটির চেয়ারম্যান প্রার্থীরা।
মাজার জিয়ারত শেষে আগামীকাল সোমবার থেকে মাঠে প্রচার প্রচারনায় নামবেন তারা। এর আগেও প্রতিটি নির্বাচনে এমপি লিয়াকত হোসেন খোকা সিলেট শাহজালাল (রা:) এর মাজার জিয়ারত করে নির্বাচন শুরু করেন।
মাজার জিয়ারতে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আবদুর রউফ,সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বাদল,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আবুল হাসেম,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদ,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফয়সাল আহমেদ, জাতীয় পার্টি সনমান্দি ইউনিয়ন আহবায়ক আবুল হোসেন,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা শ্যামল শিকদার,ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন