নারায়ণগঞ্জ প্রতিনিধি:-নাঃগঞ্জের বন্দরে স্কুল ভবন নির্মাণ কাজে সীমাহীন দূর্নীতির অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের বন্দরে মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইরফান ট্রেডার্সের বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,বন্দর উপজেলার বন্দর ইউনিয়নে অবস্থিত মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের কাজটি নিম্নমানের সামগ্রী দিয়ে করছে মেসার্স ইরফান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মুশফিকুর রহমান বাবু। সিডিউল অনুযায়ী ভবনটির ছাঁদের প্রস্থ থাকার কথা ৫ইঞ্চি কিন্তু সেখানে মাত্র ৩ইঞ্চি ডালাই দিয়ে এবং ভবনটির দেয়াল নির্মাণেও নিম্নমানের সিমেন্ট ও ইট দিয়ে তৈরী করায় রাস্তা দিয়ে গাড়ী যাওয়ার সময় ভবণটি কেপে ওঠে।যেকোন সময় ভবনটি ধ্বসে পড়তে পারে।এই ঝুঁকি পূর্ণ ভবনটির কারণে পাশ্ববর্তী ভবনে শিক্ষার্থীরা লেখাপড়া করতে ভয় পাচ্ছে।যেকোন সময় ভবন ধ্বসে শিক্ষার্থীদের প্রাণহানি ঘটতে পারে বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার বাবু নিজের কাজের ভুল স্বীকার করে পরবর্তীতে সঠিক ভাবে কাজ করার কথা জানান। অনতিবিলম্বে এই বিদ্যালয়ের নতুন ভবনের নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী কাজ করার জোর দাবী জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন