পাভেলঃ-নারায়ণগঞ্জের সদর মডেল থানার টানবাজারের সিটি কলোনী (মেথর পট্টি) এলাকায় র্যাব অভিযান চালিয়ে ৬১.২৫ লিটার বাংলা মদ বা চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার(২১ নভেম্বর)রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে টানবাজারের সিটি কলোনী (মেথর পট্টি) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ-নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার টানবাজার সিটি কলোনী(মেথর পট্টির)মৃত মতি লালের ছেলে অমৃত লাল (৪৫) ও হিরা পান্না লাল (৭৫) একই এলাকার মৃত পান্না লালের ছেলে
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১র একটি চৌকস অভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১.২৫ লিটার বাংলা মদ বা চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়।এসময় মাদক ব্যবসার সংগে সম্পৃক্ত অপর আরেক জন পালিয়ে যায়। পলাতক আসামীকো গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এবিষয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন