র‌্যাব-১১র অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

র‌্যাব-১১র অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার



পাভেল ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)ঃ- নারায়ণগঞ্জের চাষাড়া বঙ্গবন্ধু মোড় হতে ফজলু শেখ ও হারুন মিয়া নামে দুই চাঁদাবাজ গ্রেফতার করেছেব র‌্যাব-১১র একটি অভিযানিক দল। 


শনিবার(১১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। 


চাঁদাবাজ মোঃ ফজলু শেখ (৪৮), রাজবাড়ী জেলার পাংশা থানার বাগদুর গ্রামের মৃত কেরামত আলী শেখের ছেলে সে বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আজমিরিবাগ (রনি সাহেবের বাসার ভাড়াটিয়া) ও মোঃ হারুন মিয়া (৪৬),জামালপুর জেলার সদর থানার বগালী ০১নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে সে বর্তমানে ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকান মোঃ রনির বাড়ীর ভাড়াটিয়া 


তারা নারায়ণগঞ্জের সদরে চাষাড়া বঙ্গবন্ধু মোড় এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।


র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, চাঁদাবাজগণ নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়া বঙ্গবন্ধু মোড়ের দক্ষিণ পাশের পঞ্চবটি যাওয়ার রাস্তার সম্মুখে প্রিমিয়াম ব্যাংকের সামনে দীর্ঘদিন যাবৎ টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহন ও গ্রহনের চেষ্টা সহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দুষ্কৃতিকারী উক্ত চাঁদাবাজরা বলপূর্বক দৈনিক প্রতি গাড়ী হতে ১০/- টাকা থেকে ৫০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। 


এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭