আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবীর হোসেন।
মঙ্গলবার(৭ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর রহমান তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় মেম্বার ঘোষনা করেন।
এসময় বৈদ্যেরবাজার ইউনিয়নের যুবলীগের সভাপতি নবীর হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বলেন, ৮নং ওয়ার্ড বাসী যে ভালবাসা দিয়েছে সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তারা আমাকে ভালবেসেছে বলেই আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তাদের এই ঋণ শোধ করার চেষ্টা করবো। সেই সাথে যে সকল মেম্বার প্রার্থীরা তাকে ভালবেসে মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন