নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রকার প্রস্তুতি সর্ম্পুন -নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান
আজকের সংবাদ ডেস্কঃ আগামীকাল রোববার নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আর এই নির্বাচনকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি সর্ম্পুন করেছে উপজেলা নির্বাচন অফিস। ইতিমধ্যে তারা সকল প্রকার নির্বাচনী ব্যালট বক্স ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরজ্ঞামাদি বুঝিয়ে দিয়েছেন। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে তিনস্তরের নিরাপত্তা গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হবে। তাছারও কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষনিক নিরাপত্তার জন্য অতিরিক্ত নিরাপত্তা কর্মী রিজার্ভ রাখা হবে।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন থেকে সকল প্রকার কার্যক্রম গ্রহন করা হয়েছে। কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে সে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। নির্বাচন সুষ্ঠ করতে কেন্দ্রে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি মোতায়েন রাখা হবে। এছাড়া বৈদ্যেরবাজারে কয়েকস্তরে নিরাপত্তা বিধানসহ কয়েকজন নির্বাহী হাকিম রাখা হয়েছে। তিনি আশা করেন অন্য নির্বাচনের মতো এবারও সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন