র্যাব-১১র অভিযানে ১২৮০ লিঃ চোরাই ডিজেল তৈলসহ চোরাই তেল চক্রের ৬ সদস্য গ্রেফতার
পাভেলঃ-র্যাব-১১র অভিযানে ডেমরা হতে ১২৮০ লিটার চোরাই ডিজেল তৈলসহ চোরাই তেল চক্রের ৬ সদস্য গ্রেফতার।এসময় ২টি পিকআপ জব্দ করা হয়।
গত সোমবার(২০ শে ডিসেম্বর)সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার ডেমরা থানার বাওয়ানি নগর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ শিপন (৩০),মোঃ তুষার (২০),মোঃ নুর হোসেন (২৮),মোঃ হৃদয় (২০), মোঃ আতাউর (২২),মোঃ তুহিন (২৫)।
এ সময় ৬টি ড্রাম ভর্তি ১২৮০ লিটার চোরাই ডিজেল,৪টি প্লাস্টিকের খালি ট্যাঙ্কি,২টি পাইপ যুক্ত মোটর ও চোরাই তৈল ক্রয়-বিক্রয়ের নগদ ৫১,৫০০/-টাকা ও চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন