পাভেলঃ-নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৭.৮.৯ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান নারী কাউন্সিলর আয়েশা অক্তার দিনা।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় তিনি বলেন, আমি গত ৫ বছর যাবত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং মেয়র আইভী আপার সহযোগিতায় এ ওয়ার্ডে যথেষ্ট উন্নয়ন করেছি।ইনশাআল্লাহ বাকী কাজগুলোও করার চেষ্টা করবো। আমার এলাকার জনগণের উপর আমার আশা আছে, তারা এইবারও নির্বাচনেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমি মনে করি ৭.৮.৯ নং ওয়ার্ডবাসীর ইচ্ছায় আমার আবারও জয় হবে।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন