মাহবুব সরকারের উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত
আজকের সংবাদ ডেস্কঃ আসন্ন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬শে ডিসেম্বর এ উপলক্ষে বুধবার(২২শে ডিসেম্বর) বৈদ্যের বাজার ইউনিয়নের খংসারদি এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব সরকারের উঠান বেঠক অনুষ্ঠিত হয়।
এসময় শতশত নেতাকর্মী আনারস মার্কার স্লোগান দিয়ে উঠান বৈঠকে যোগদেন,একে একে উঠান বৈঠকটি এক জনসভায় রুপ নেয়।
বৈদ্যের বাজার ইউনিয়নের সাবেক দুই দুই বারের চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার এসময় তার বক্তব্য অভিযোগ করে বলেন, আমি এই নির্বাচনে গনতান্ত্রিক ভাবে একজন প্রার্থী হয়েছি স্বতন্ত্র থেকে, আমার নির্বাচনী প্রচার প্রচারনায় বাঁধা,মাইক ভাংচুর,নেতাকর্মীদের মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেও আজকের এই উঠান বৈঠকে দমাতে পারেনি আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এত বাধা বিপত্তি উপেক্ষা করে আজ আমার এই উঠান বৈঠকে জনসমুদ্রে পরিণত করেছেন।
তিনি বলেন জনগন আমাকে চায় আমার জনপ্রিয়তা দেখে তারা আমার সাথে প্রতিহিংসা শুরু করেছে, আমি সবসময় আমার জীবনকে বিলিয়ে দিয়েছি আমার ইউনিয়ন বাসীর কাছে।
কাজেই আপনারা কারো ভয়ভীতি কে ভয় পাবেন না আগামী ২৬শে ডিসেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে আবারও আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ--
এসময় বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন