সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন, সম্পাদক আবুবকর সিদ্দিক
সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
প্রেস ক্লাবের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের আবুবকর সিদ্দিক।
সোনারগাঁও প্রেস ক্লাবের নির্বাচনে অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহাবুবুল ইসলাম সুমন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মনির হোসেন ও সামছুল আলম তুহিন।
প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনের প্রবীন সাংবাদিক একেএম মাহফুজুর রহমান ও ফিরোজ হোসাইন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন