বন্দর প্রতিনিধিঃ- আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২০ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।
এরই অংশ হিসেবে শুক্রবার বাদ মাগরিব উক্ত ওয়ার্ডের বেপারী পাড়া এলাকায় এক উঠান বৈঠক করেছেন কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম।
বেপারী পাড়া এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ শওকত আলীর পরিচালনায় নির্বাচন উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালাম স্টিল গ্রুপ এর চেয়ারম্যান হাজী রেজাউল করিম রাজু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,হাজী সামাউন হাবিব, হাজী মাসুদ, হাজী পারভেজ, হাজী সিরাজুল ইসলাম, হাজী শফিক, হাজী লাল বাদশা, মোহাম্মদ আলম, মোঃ শাহিন, মোঃ পলাশ, সোহেল, সিটি জুয়েল মোঃ টিটু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগর্। এ সময় কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে বক্তারা বলেন, ২০ নং ওয়ার্ডের মামুদনগর বেপারীপাড়া এলাকা দুটি মা ও খালার মত। এই দুই এলাকার লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন কর্মকান্ডে একে অপরের সাথে জড়িত। এমনকি মৃত্যুর পরও শেষ ঠিকানা হিসেবে কবরস্থানটি দুই এলাকার লোকদের শেষ ঠিকানা হিসাবে ব্যবহার করা হয়। আমরা সব কিছুতে একে অপরের সাথে জড়িত। তাই সকলে ঐক্য বদ্ধ হয়ে আমাদের প্রার্থী জাহাঙ্গীরকে বিজয় করব এটাই আমাদের প্রতিজ্ঞা। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। বিপুল ভোটে এলাকা সন্তান হিসেবে আমরা জাহাঙ্গীরকে নির্বাচিত করব ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন