নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার নিতাইগঞ্জ থেকে গাজী বিশ্বাস(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
গতকাল সোমবার(৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার নিতাইগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী গাজী বিশ্বাস এর কাছ থেকে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগে রক্ষিত তিনটি লোহার তৈরী মোটা পাইপের ভিতর কসটেপ দ্বারা পলিথিনে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৪৭০০ (চার হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ গাজী বিশ্বাস (৩২), ফরিদপুর জেলার মধুখালী থানার পশ্চিম গারাখোলা গ্রামের মোঃ মালেক বিশ্বাস এর ছেলে।
এ বিষয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।