আজকের সংবাদ ডেস্কঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অজ্ঞাত (৩৫) নারীর লাশ উদ্ধার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
রোববার(৫ ডিসেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকার এশিয়ান হাইওয়ে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এবিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান,রোববার সকালে সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে রোডের পাশে একটি কালো বোরকা পরিহিত (৩৫) নারীর লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হয়তো মহিলাটি প্রতিবন্ধী হতে পারে।রাস্তার পাশ দিয়ে রাতে চলতে গিয়ে কোন গাড়ীর ধাক্কায় রাস্তার পাশে পড়ে মারা গেছে। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ সঠিক ভাবে বলা সম্ভব না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন