আজকের সংবাদ ডেক্সঃ -নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১র অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার।এসময় মাদক কাজে ব্যবহিত ১টি পিকআপ জব্দ করা হয়।
গতকাল বুধবার সকালে উপজেলার মোগড়াপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহন তল্লাশীর এক পর্যায়ে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি পিকআপ তল্লাশী করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ-মোঃ রবিন মিয়া (২২) ও মোঃ আলমগীর মিয়া (২০)। এ সময় ৩০০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রবিন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার আঃ হামিদের ছেলে ও অপর আসামী মোঃ আলমগীর মিয়া কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন