আগামীকাল মঙ্গলবার বিদ্যুৎ থাকবেনে যেসব এলাকায় - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

আগামীকাল মঙ্গলবার বিদ্যুৎ থাকবেনে যেসব এলাকায়



সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এবং কাবিলগঞ্জ বৈদ্যুতিক উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোনারগাঁ উপজেলার বেশ কিছু এলাকায় আগামীকাল সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।



আনন্দবাজার ও কাবিলগঞ্জ বৈদ্যুতিক উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নুনেরটেক, বারদী, চরকামালদী, মসলন্দপুর, চরভুলুয়া, রিবর, দামোদরদী, খামারগাঁও, হামসাদী, মুগারচর,মঙ্গলের গাও, এলাহিনগর, দুধঘাটা, তাতুয়াকান্দি, বানিয়াচং, হোসেনপুর, দুধঘাটা, কাজিরগাও, চৌধুরীগাও, মঙ্গলেরগাঁও, চৌধুরীগাঁও, চেলারচর, দড়িগাঁও, মনারকান্দি,কোরবানপুর,রামগোবিন্দেরগাঁও, দুধঘাটা,এলাহিনগর,চরগোয়ালদী,পাঁচানী, দুর্গাপ্রসাদ,একরামপুর,হামছাদী/হাড়িয়া চক্রবর্তী পাড়া,চান্দের কিত্তি,লক্ষীবরদী,খামারগাঁও,পূর্ব সনমান্দী,নাগপাড়া,পুরান নগর,গোয়াল পাড়া, বিষনাদী,পরমেশ্বরদী,মছন্দপুর,ছোট আলমদী,দিঘি চাঁদপুর, রিবর,বারদী বাজার,দড়িপাড়া,পঞ্চবটি, খামারগাও,পশ্চিম সনমান্দী,মোবারকপুর, মিশ্রিপাড়া,পুরান নগর,পেকিরচর নোয়াগাঁও, চরকামালদী,নাকুরিয়া হাটি,বিষনাদী,আনন্দ বাজার/বসনদরদী/টেঙ্গারচর,চৌড়াপাড়া, মশুরাকান্দা,আলগীর চর,ভিটি পরমেশ্বরদী, পরমেশ্বরদী,সোনামই,মহেশ্বরদী,নয়াগাঁও এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


এ বিষয়ে নারায়ণগঞ্জ পবিস-১ কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭