সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এবং কাবিলগঞ্জ বৈদ্যুতিক উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোনারগাঁ উপজেলার বেশ কিছু এলাকায় আগামীকাল সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।
আনন্দবাজার ও কাবিলগঞ্জ বৈদ্যুতিক উপকেন্দ্রের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নুনেরটেক, বারদী, চরকামালদী, মসলন্দপুর, চরভুলুয়া, রিবর, দামোদরদী, খামারগাঁও, হামসাদী, মুগারচর,মঙ্গলের গাও, এলাহিনগর, দুধঘাটা, তাতুয়াকান্দি, বানিয়াচং, হোসেনপুর, দুধঘাটা, কাজিরগাও, চৌধুরীগাও, মঙ্গলেরগাঁও, চৌধুরীগাঁও, চেলারচর, দড়িগাঁও, মনারকান্দি,কোরবানপুর,রামগোবিন্দেরগাঁও, দুধঘাটা,এলাহিনগর,চরগোয়ালদী,পাঁচানী, দুর্গাপ্রসাদ,একরামপুর,হামছাদী/হাড়িয়া চক্রবর্তী পাড়া,চান্দের কিত্তি,লক্ষীবরদী,খামারগাঁও,পূর্ব সনমান্দী,নাগপাড়া,পুরান নগর,গোয়াল পাড়া, বিষনাদী,পরমেশ্বরদী,মছন্দপুর,ছোট আলমদী,দিঘি চাঁদপুর, রিবর,বারদী বাজার,দড়িপাড়া,পঞ্চবটি, খামারগাও,পশ্চিম সনমান্দী,মোবারকপুর, মিশ্রিপাড়া,পুরান নগর,পেকিরচর নোয়াগাঁও, চরকামালদী,নাকুরিয়া হাটি,বিষনাদী,আনন্দ বাজার/বসনদরদী/টেঙ্গারচর,চৌড়াপাড়া, মশুরাকান্দা,আলগীর চর,ভিটি পরমেশ্বরদী, পরমেশ্বরদী,সোনামই,মহেশ্বরদী,নয়াগাঁও এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পবিস-১ কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন