আবু নাঈম ইকবালের মায়ের ইন্তেকাল,এমপি খোকার শোক
আজকের সংবাদ ডেক্সঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নামই ইকবাল ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এড.ফজলে রাব্বির মমতাময়ী মা আনোয়ারা বেগম রোববার সন্ধ্যা সাতটায় তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগে অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
তিনি এক শোক বার্তায় মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা ও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেনো মরহুমা কে বেহেস্ত নসিব করেন, আমীন ।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আগামীকাল সোমবার সকাল ১০টায় উপজেলা ঈদগাহ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন