বন্দর প্রতিনিধিঃ--নারায়ণগঞ্জ বন্দর উপজেলা মিলনায়তনে গতকাল(৩০ নভেম্বর) মঙ্গলবার ১১ টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা'র সভাপতিত্বে এবং বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ফয়সাল কবীর'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ।
ক্যান্সার,কিডনি,লিভারসিরোসিস,থ্যালাসেমিয়া, স্ট্রোক প্যারালাইসিস ও জন্মগত হ্নদরোগে আক্রান্ত রুগিদের আর্থিক সহায়তার চেক সমাজসেবা মন্ত্রণালয়ের অধিনে, সমাজসেবা অধিদপ্তর'র সহায়তায় বন্দর উপজেলায় অবস্থিত ১৬ জন রুগিকে এককালিন ৫০ হাজার টাকা করে মোট ৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাসিনা অটিজম চাইল্ড কেয়ার'র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসিনা রহমান সিমু, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্বী ইসরাত জাহান খান স্মৃতি, সোনাচড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি হোসনে আরা বেগম, বন্দর উপজেলা সমাজসেবা অফিসের সহকারী কর্মকর্তা খলিলুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী সারোয়ারী সুলতানা, মনির হোসেন, তপন কুমার, শাহজাহান মিয়া প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন