সোনারগাঁয়ে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর তীর থেকে ইট ভর্তি বস্তায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(২১শে ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর মঞ্জিলখোলা মাদ্রাসার মাঠের পাশ থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,কাঁচপুর মঞ্জিলখোলা মাদ্রাসার মাঠে বিকেলে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নদীর তীরে একটি বড় বস্তা দেখতে পেয়ে শিশুরা কৌতুহলবশত বস্তা খুলে। এসময় বস্তার ভিতরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে ঘটনাস্থলে এসে সোনারগাঁ থানা পুলিশ ও কাঁচপুর নৌ ফাড়ির পুলিশকে খবর দেয়।
এই বিষয়ে কাঁচপুর নৌ পুলিশের (ওসি) হুমায়ুন কবির জানান, মঞ্জিলখোলা মাদ্রাসার নদীর তীরে বস্তা বন্দি ৫-৮টি ইটসহ আনুমানিক ৩৫ বছর বয়সী (পুরুষ) ব্যক্তির লাশ পাওয়া গেছে।তবে লাশের পরিচয় জানা যায়নি।লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন