আজকের সংবাদ ডেক্সঃ- বিয়ে বাড়িতে দাওয়া এসে কথাকাটাকাটির জের ধরে গুলিবিদ্ধ হয়েছেন তানসেন নামের এক যুবক।
গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও তিনটি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
গুলিবিদ্ধ যুবক তানসেন রূপগঞ্জের মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মাসুদের মেয়ের বিয়েতে বরযাত্রীর সাথে যান তানসেন। খাওয়া দাওয়া শেষে তানসেনের সাথে অজ্ঞাত হামলাকারীদের কথা কাটাকাটির এক পর্যায়ে তানসেনের হাটুতে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় উপস্থিত লোকজন ডাকাত বলে চিৎকার দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এখবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ বিয়ে বাড়ির পাশ্ববর্তী আবু তাহেরের বাড়িতে ফেলে যাওয়া অস্ত্র ও তিনটি মটরসাইকেল উদ্ধার করে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি ।
সোনারগাঁ থানার তদন্ত(ওসি) শফিকুল ইসলাম জানান, অস্ত্র ও গুলিবর্ষণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন