নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে বিজয় দিবসের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা চেয়ারম্যানের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারের পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ বিজয় দিবসের ৫০ বছর পূর্তি কিভাবে উদযাপন করবে সে সর্ম্পকে বিশেষ আলোচনা করা হয়।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,আহবায়ক কমিটির সদস্য ডা: আবু জাফর চৌধুরী বিরু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার ফেন্সী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদি ইউপি সদ্য চেয়ারম্যান লায়ন বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান,কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন