মোটর সাইকেল ট্রাক মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল আরোহী নিহত
আজকের সংবাদ ডেস্কঃনারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ মিলন খাঁন (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনের কাছে হস্তান্তর করেন, নিহত মিলন খাঁন কাঁচপুর সোনাপুর কবরস্থান রোড এলাকার শহীদ খাঁনের ছেলে।
প্রতেক্ষদর্শী ও পুলিশ জানান,শনিবার সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলের পিছনে বসে মিলন খাঁন কাঁচপুর থেকে মদনপুরের দিকে যাচ্ছিলেন।একটি ট্রাককে ওভারটেক করে সামনে যেতেই অপর প্রান্ত থেকে রং সাইট দিয়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।এতে ঘটনাস্থলেই মিলন খাঁন নিহত হয়।
এসময় মোটর সাইকেল চালক আহত হলে দ্রুত আহত মোটরসাইকেল চালককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন