ভোট পুনঃ গণনার দাবিতে তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়সহ দুই মেম্বার প্রার্থীর
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে অভিযোগ করে পুনঃ গণনার দাবি জানিয়ে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) ও দুই পুরুষ সদস্যের লোকজন।
গতকাল বুধবার নির্বাচন কার্যালয় ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগও দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃতীয় লিঙ্গের অনিকা শাহাবুদ্দিন ও ১ নং ওয়ার্ডের মোঃ হামিদুল ইসলাম ও অহিদুল্লাহ সরকার।
লিখিত অভিযোগে অনিকা শাহাবুদ্দিন উল্লেখ করেন, ১ ও ২ নম্বর ওয়ার্ডে তিনি বিজয়ী হওয়ার পর ৩ নম্বর ওয়ার্ডে ফলাফল আটকে রেখে দলীয় প্রভাবে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঊর্মি আক্তারকে বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। এ কারণে ওই ওয়ার্ডের ভোট পুনঃ গণনার দাবি জানান তিনি।
অপর দিকে ১নম্বর ওয়ার্ডে হামিদুল ইসলাম ও অহিদ মানববন্ধনে দাবি করেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোক ও প্রিজাইডিং অফিসার ১নম্বর ওয়ার্ডে ফলাফল আটকে রেখে প্রার্থীর দুলা ভাইয়ের প্রভাব খাটিয়ে বিজয়ী ঘোষণা করার অভিযোগ করেন তারা। এ কারণে ওই ওয়ার্ডেও ভোট পুনঃ গণনার দাবি জানান তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান জানান, অনিকা শাহাবুদ্দিন, হামিদুল ইসলাম ও অহিদুল্লাহ সরকারের ভোট পুনঃ গণনার জন্য একটি লিখিত আবেদন করেছেন। কিন্তু ভোট পুনঃ গণনা করা সম্ভব না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন