সোনারগাঁয়ে নবাগত ইউএনও হিসেবে তৌহিদ এলাহীর যোগদান
মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তৌহিদ এলাহী যোগদান করেছেন।
তার বাড়ী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে। তিনি ৩০তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডারে ২১তম স্থান অর্জন কারী। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় ২০২০-২০২১ অর্থবছরে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন তিনি।
তিনি রোববার সকালে আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- সহনশীল রাখতে কাজ করবেন বলে জানিয়েছেন। আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
এর আগে উপজেলা পরিষদ কক্ষে আনুষ্ঠানিক ভাবে নবাগত নির্বাহী অফিসার তৌহিদ এলাহীকে ফুলের শুভেচ্ছা জানান সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তাফা মুন্না,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সীসহ বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন