আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আড়াইহাজারে গাড়ী নিয়ে যাওয়ার পথে অপহরণ করে ডাকাত আখ্যা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিরাজের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম ও আড়াইহাজার উপজেলার সিন্দিমাধবদী গ্রামের নবী।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটের সময় বস্তল এলাকা থেকে লেগুনা গাড়ী নিয়ে আড়াইহাজার থানার হাইজাদী ইউনিয়নের ইলুমদী এলাকা থেকে শ্রমীক নিয়ে আসতে বের হলে আর বাড়ী ফিরেনি।পরবর্তীতে তারা লোক মারফত খবর পায় যে তাদেরকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
এ ঘটনায় হত্যাকারীদের ফাঁসীর দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান জানান,ভোরে ইলুমদী এলাকায় ডাকাত সন্দেহে তিন জনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন