নির্বাচনী পরবর্তী সহিংসতার ঘটনায় সাবেক মেম্বার হালিম কারাগারে
আজকের সংবাদ ডেক্সঃ নির্বাচনী পরবর্তী সহিংসতার জেরে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টায় মামলার প্রধান আসামীসহ ৪জনকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।
সোমবার সকালে সহিংসতা আসামিরা সশরীরে আদালতে হাজির হতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আসামিরা হলেন পিরোজপুর ইউপির সাবেক সদস্য আব্দুল হালিম,মেহেদী,লতিফ ও সেলিম।
উল্লেখ্য সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন আব্দুল হালিম ও রফিকুল ইসলাম। নির্বাচনে রফিকুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হলে হালিম ও তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে রফিকুলের সমর্থক রনি নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
ওই ঘটনায় হালিমকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় হালিম কিছুদিন জামিনে থাকার পর দৃষ্ট সময়ে হাজিরা না দেয়ায় তার নামে ওয়ারেন্ট বের হয় আর সেই ওয়ারেন্টের হাজিরা দিতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন