আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে গড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
মনির হোসেনঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামে নব নির্মিত বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে।
শনিবার(১৫ জানুয়ারী) সকালে শিশু শ্রেণী থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করেন স্কুলের দায়িত্বরত প্রধান শিক্ষক হাজী আব্দুল বাতেন মল্লিক।
এসময় বশিরগাঁও গ্রামের মোজ্জাম্মেল মিয়া, খবির উদ্দিন প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ১৬ ডিসেম্বর জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামের শিল্পপতি লায়ন আল মুজাহিদ মল্লিক তার ব্যক্তিগত উদ্যোগে জমি দান ও ঘর নির্মাণ করে এই বিদ্যালয়টি স্থাপন করেন।
আল মুজাহিদ মল্লিক বলেন,এ অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের দূর্ভোগের কথা বিবেচনা করে এখানে স্কুল প্রতিষ্ঠা করেছি।এ বছর উপজেলা শিক্ষা অফিসে তালিকাভূক্ত করে বই পেয়েছি। আশা করি অচিরেই স্কুলটি সরকারি হবে। ইতোমধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলত অর রহমান বলেন, গ্রামে গ্রামে বিদ্যালয় হবে এ প্রকল্পের আওতায় ২ হাজার স্কুলের তালিকায় এ স্কুলটি সরকারি করার চেষ্টা চলছে। এ বছর পাঠদান শুরু করতে শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন