রূপগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৪ জন গ্রেপ্তার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলার ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা একই পরিবারের সদস্য।তারা হলো-মোঃ নজরুল ইসলাম (৫০), তার স্ত্রী সামছুন্নাহার (৪০), মেয়ে মোছাঃ নুপুর আক্তার (২০) ও ছেলে মোঃ মিথুল ওরফে মৃদুল (১৮)।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তাবে গ্রেপ্তারকৃতরা কোন হত্যা মামলার আসামী তা জানাননি তিনি। শুধু জানিয়েছেন, মামলার হওয়ার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন