ভাসমান শীতার্তদের পাশে গভীর রাতে নবাগত ডিসি মঞ্জুরুল হাফিজ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ নগরীর আনাচে-কানাচে ঘুরে ঘুমিয়ে থাকা শীতার্ত ভাসমানদের কম্বল বিতরণ করলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।
বুধবার(২৬ জানুয়ারি) দিনগত রাতে শহরের চাষাঢ়া রেলস্টেশন, নবীগঞ্জ গুদারাঘাট লঞ্চঘাট, চাঁদমারী বস্তি ও ফুটপাতে শুয়ে থাকা ভাসমানদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, অসহায় মানুষ রাস্তায় পড়ে শীতে কষ্ট করবে এটা কষ্টদায়ক। তাই সামান্য প্রচেষ্টা। সমাজে বিত্তবানরাও এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, এনডিসি মেহেদী হাসান ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন