করোনার তৃতীয় ডোজ বুস্টার টিকা নিলেন এমপি খোকা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-করোনার টিকাদান কর্মসূচির আওতায় করোনা প্রতিষেধক টিকার তৃতীয় ডোজ (বুস্টার) গ্রহন করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ) সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভ্যাকসিন ক্যাম্প থেকে তিনি করোনার টিকা বুস্টারো গ্রহণ করেন।
এ সময় তিনি সকলকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেয়া সময়ের শ্রেষ্ঠ উপহার এই করোনার এই টিকা। এটি সম্পুর্ন নিরাপদ এবং নিজের জন্য নয় দেশের সকলের স্বাস্থ্য রক্ষার সার্থে এই টিকাটি আপনি গ্রহন করুন।
এসময় তার সহধর্মিণী জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান,মিসেস ডালিয়া লিয়াকত ও তার ভাগিনা জাতীয় সেচ্ছাসেবকপার্টির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবুও বুস্টার টিকা গ্রহণ করেন।
এসময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহাসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন