গত দুদিনের তুলনায় সোনারগাঁওয়ে করোনার সংখ্যা প্রায় ৫১% বৃদ্ধি
সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
বৃহস্পতিবার(২০ জানুয়ারী) করোনা রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে শতকরা ৫১ শতাংশ। যা গত ২দিন আগেও ছিল না, গত মাসের তুলনায় প্রায় ৭গুণ।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী ৩৯ জনের নমুনা পরিক্ষা করে ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ৫১.২৪ শতাংশ।
এবিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান,বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্যানুযায়ী ৩৯ জনের নমুনা পরিক্ষা করে ৯জন মহিলা ও ১১ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ৫১.২৪ শতাংশ।
এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাক্স ব্যবহার করতে বলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন