র্যাব এর অভিযানে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ -নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব এর অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জয়নাল আবেদীন (৩৯) নামে এক মাদক কারবারি গ্রেফতার।
গত শনিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ জয়নাল আবেদীন সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকার মোঃ আব্দুল আলেকের ছেলে।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ধৃত আসামী মাদক ব্যবসায়ী চক্রের একজন সদস্য। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন